নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়েল এল শাখা থেকে ৬ দালালকে আটক করা হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে জেলা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাসিস্ট্রেট আবিদুর রহমান এ দন্ডাদেশ দেন। এরমধ্যে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের চররঘুনাথপুর এলাকার মজিবর রহমান ঢালীকে ১৫দিন এবং সদর উপজেলার কুলপদ্বী এলাকার ইউসুফ তালুকদার ও বেলায়েত খানকে ৭ দিন করে কারাদন্ড দেয়া হয়। র্যাব-৮ মাদারীপুর ক্যাস্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবউজ্জামান জানান, দীর্ঘদিন ধরে জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে বিভিন্ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সীল ও সাক্ষর জালিয়াতি করে আসছিল একটি চক্র, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। পরে সেখান থেকে ৫ জনকে আটক করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের এল শাখায় আলাদাভাবে অভিযান চালায় র্যা য়। সেখান থেকে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে যাছাই-বাছাই শেষে একজনকে ১৫দিন ও দুইজনকে সাতদিনের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তিনজনকে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়, জানান তিনি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমান জানান, দালালির অভিযোগে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৩ জনকে ৫শ’ টাকা করে মোট ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযোগের সততা না পাওয়ায় আটক ৯ জনের মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।
দৈনিকদেশজনতা/এন এইচ