১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

শুক্রবার উত্তরাঞ্চল এলাকা পরিদর্শনে যাবেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:

উত্তরাঞ্চলে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগামীকাল (১৮ আগস্ট, শুক্রবার) উত্তরাঞ্চলে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী এবং স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বন্যাকবলিত এলাকা পরিদর্শনে ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দিতে আগামী রোববার (২০ আগস্ট) দিনাজপুর ও কুড়িগ্রামে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ৮:১২ অপরাহ্ণ