১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০১

ইমরান এইচ সরকারকে পিটিয়েছে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মারধরের শিকার হয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কয়েকজন যুবক লাঠিসোটা নিয়ে ইমরান এইচ সরকার ও তার অনুসারীদের উপর হামলা চালায়। এসময় ইমরানসহ অন্তত ৫/৬ জন আহত হয়েছেন।

ড. ইমরান এইচ সরকার বলেন, “‘দেশে কোনো বন্যা নেই এসব আপনাদের সৃষ্টি’ বলেই আমাদের ওপর লাঠি, বাঁশ, ইট-পাটকেল নিয়ে হঠাৎ হামলা চালিয়েছে কয়েকজন যুবক।”তিনি বলেন, ‘আমরা শাহবাগে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছিলাম। এসময় কয়েকজন লাঠি, বাঁশ, ইট-পাটকেল নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।’বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে হামলা পরবর্তী প্রতিক্রিয়ায়  তিনি এসব কথা বলেন।

ইমরান আরো বলেন, ‘এখনও মামলা হয়নি। আমি শাহবাগ থানায় আছি। মামলার প্রস্তুতি চলছে।’

আপনাদের ওপর কারা হামলা করতে পারে এ বিষয়ে জানতে চাইলে ইমরান এইচ সরকার বলেন, ‘ঠিক কারা হামলা করেছে তা বলতে পারছি না। তবে যেহেতু ছাত্রলীগ আমাকে হুমকি দিয়েছিল। তারা বলেছিল আমাকে পেলে তারা টুকটরা-টুকরা করে ফেলবে। তো এই হামলার দায়তো তারা এড়াতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘দেশের মানুষ বন্যায় মারা যাচ্ছে। কিন্তু আমরা কথা বলতে পারবো না। এটা তো হতে পারে না।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ৮:২৩ অপরাহ্ণ