১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

সালাউদ্দিন লাভলুর ‘মনসুর-মালা’

বিনোদন ডেস্ক:

মেঠো পথ। চারদিকে সবুজ আর সবুজ। জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুকে দেখা যাচ্ছে আকাশি রঙের স্কুল ইউনিফর্মে। তার সামনে দাঁড়ানো নিলয় আলমগীর। কথোপকথন চলছে তাদের। কী কথা হচ্ছে? আজানার জন্য অপেক্ষা করতে হবে ঈদুল আজহা পর্যন্ত। সালাউদ্দিন লাভলু পরিচালিত সাত পর্বের নাটক ‘মনসুর-মালা’য় জুটি বেঁধেছেন নিলয়-শিমু। গ্রামীণ পটভূমিতে নাটক নির্মাণে জুড়ি নেই সালাউদ্দিন লাভলুর। এ নাটকটিও সেই রকম। রচনা করেছেন কাজী শাহিদুল ইসলাম। নিলয় ও শিমুর সাথে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছে শাহেদ আলী। বর্তমানে মানিকগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনের ‘মনসুর-মালার শুটিং চলছে। নির্মাতা জানালেন, বাংলাভিশনে নাটকটি প্রচার হবে ।

দৈনিকদেশজনতা/ আই সি 

 

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ৪:৩৪ অপরাহ্ণ