১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

অস্ট্রেলিয়ায় রফিকুল আলম-আবিদা সুলতানা

নিজস্ব প্রতিবেদক:

অস্ট্রেলিয়ায় সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী দম্পতি রফিকুল আলম ও আবিদা সুলতানা। তাদের সঙ্গে আরো আছেন শফিক তুহিন এবং ভারতের কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের দুই ছেলে অমিত কুমার ও সুমিত কুমার। জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় সিডনির হুয়িটলাম লেসার সেন্টারে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। আয়োজন করেছে সিভম ইভেন্টস ও গল্পকথা।

সম্প্রতি কনাসার্টে অংশ নিতে দেশত্যাগ করেছেন শিল্পীরা। এর আগে গায়ক ও গীতিকার শফিক তুহিন বলেন, ‘দেশের বাইরে সব শো-ই স্পেশাল। এই শো আরো স্পেশাল। কারণ রফিকুল আলম ও আবিদা সুলতানার মতো কিংবদন্তিরা আছেন। সেই সঙ্গে ভারতীয় কিংবদন্তি কিশোর কুমারের দুই পুত্রের সঙ্গে মঞ্চ শেয়ার করাটাও অনেক বড় বিষয়।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ১:০৬ অপরাহ্ণ