১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

সিরাজুল খানের ‘জটিল’ অস্ত্রোপাচার আজ

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের প্রধান সংগঠক সিরাজুল আলম খান-এর কোমর ও নিতম্বে (উরুসন্ধি) বৃহস্পতিবার সকালে ঝুঁকিপূর্ণ ও জটিল অস্ত্রোপচার করা হবে। বুধবার রাতে তার প্রধান জনসংযোগ কর্মকর্তা শিকদার মো. নাজিম এ তথ্য জানিয়েছেন। এর আগে গত সোমবার দুপুরে অর্থোপেডিক চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে উত্তর সাইপ্রাসের নিয়ার ইস্ট ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। নাজিম জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ১৫ আগস্ট তার কার্ডিওলজিস্ট এবং রেসপিরেটরি কনসালটেন্ট অস্ত্রোপচারের জন্য মতামত দিয়েছেন। তার্কিশ চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. কান আবদুল্লাহ এবং তাঁর সহযোগী চিকিৎসকগণ সিরাজুল আলম খান-এর কোমর ও নিতম্বে (উরুসন্ধি) অস্ত্রোপচার করবেন বলে জানান তিনি। সিরাজুল আলম খানের প্রি-অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ চিকিৎসা বিষয়ক সকল কার্যপ্রণালী পরিচালনা করবেন অপর তার্কিশ চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. মেহমেত ইয়ালসিনজেন। উত্তর সাইপ্রাসে চিকিৎসা চলাকালীন সময়ে তাঁর পোস্ট অপারেটিভ কেয়ারসহ যাবতীয় দায়িত্ব পালন করছেন ডা. নাজমা ঝুমা। উল্লেখ্য, সিরাজুল আলম খান গত ৫ আগস্ট শনিবার সকাল ১০টায় এমিরেটস এয়ার লাইনসের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন এবং গত ১২ আগস্ট শনিবার তিনি তাঁর কোমর ও নিতম্বে (উরুসন্ধি) অস্ত্রোপচারের জন্য লন্ডন থেকে উত্তর সাইপ্রাসে যান।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ১১:৫৮ পূর্বাহ্ণ