১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

সুন্দরবনে র‌্যাব-বনদস্যুবাহিনীর গোলাগুলি আটক ২

নিজস্ব প্রতিবেদক:

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্দার মানিক খালে র‌্যাব-৮ এর সঙ্গে বনদস্যু বাহিনীর গোলাগুলি চলছে। বৃহস্পতিবার ভোর থেকে ওই এলাকায় গোলাগুলি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ জনকে আটক ও কয়েকটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। আটকরা হলেন, মংলা উপজেলার সোনাইল তলা এলাকার মৃত তোফা শেখের ছেলে সুমন বাহীনির উপ-অধিনায়ক আবুল হোসেন ওফরে আবু ঢালি (৩২) ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাদনীমুখি এলাকার আবুল মান্নানের ছেলে মিঠু গাজী (৩৪)। এসময় ১টি বিদেশি দোনালা বন্দুক, ১টি দেশি পাইপগান, ১টি ওয়ান শুটার গান, ১টি দা ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুজ্জামান জানান, গত কয়েকদিন ধরে সুন্দরবনে জেলে অপহরণসহ দস্যুদের উৎপাত বেড়ে গেছে। এ কারণে ভোর থেকে র‌্যাবের টহল দল অভিযান শুরু করলে বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ছে। এখন পর্যন্ত উভয় পক্ষের গোলাগুলি চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ১১:৫০ পূর্বাহ্ণ