১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

প্রাচীন গ্রিক ট্র্যাজেডি সফোক্লিসের ‘ইডিপাস মঞ্চেয়ন

শিল্পসাহিত্য ডেস্ক:

চট্টগ্রামের তির্যক নাট্যদল ১৯৯৫ সালের ২৫ ডিসেম্বর মঞ্চে আনে প্রাচীন গ্রিক ট্র্যাজেডি সফোক্লিসের ‘ইডিপাস’। এবার হতে যাচ্ছে নাটকটির ১২৫তম মঞ্চায়ন। নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘ইডিপাস’। নির্দেশনা দেবেন আহমেদ ইকবাল হায়দার। গ্রিক ট্র্যাজেডিতে মানুষের অপরিসীম হতাশা ও অসহায়ত্ব চিত্রিত হয়েছে। এরকম অব্যক্ত চিত্তদহনের কাহিনী ‘ইডিপাস’— যেখানে জীবন একই সঙ্গে নিষ্ঠুর ও মহিমান্বিত। ভাগ্যহত ইডিপাস, বিপর্যস্ত জীবনের মধ্যে তার বিধাতাকে প্রত্যক্ষ করেছেন— যে বিধাতা ভয়ংকর। সত্যান্বেষণ ও অনিশ্চয়তার বিপুল তরঙ্গে ভেসে চলেন ইডিপাস তৃণখণ্ডের মতো। ‘ইডিপাস’-এ অভিনয় ও নেপথ্যে রয়েছেন রমিজ আহমেদ, সুজিত চক্রবর্তী, মাহববুল ইসলাম রাজিব, রিপন বড়ুয়া, অমিত চক্রবর্ত্তী, জুয়েল চাকমা, মফিজুর রহমান, কিরিটি সাহা, অভিষেক পালিত, ফরিজানা ইসলাম টিনা, প্রবাল বড়ুয়া, আকাশ নাথ, মোহাম্মদ জাহিদ হোসেন ও আহমেদ ইকবাল হায়দার।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ১১:৩০ পূর্বাহ্ণ