১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

রায়ে একদলীয় মানসিকতা না থাকায় রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

প্রধান বিচারপতির রায়ে একদলীয় মানসিকতা না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, প্রধান বিচারপতির রায়ে একদলীয় মানসিকতা না থাকায় আপনি রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন। বিচারপতিদের ডাকাচ্ছেন। মন্ত্রীদের পাঠাচ্ছেন। এদেশের মানুষ এই অন্যায়, দুঃশাসন দেখছে। মানুষ কখনো এসব মেনে নেবে না।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ১২:০২ অপরাহ্ণ