১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

প্রভাসের নায়িকা হচ্ছে শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক:

বাহুবলি তারকা প্রভাস নতুন করে আবারও চলচ্চিত্রে ব্যস্ত হয়ে উঠছেন। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, ‌‘সাহো’ শিরোনামে নতুন একটা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে সে ছবির নায়িকা কে হবেন সে নিয়ে চলছিলো জল্পনা কল্পনা।

প্রথমে কেউ কেউ আনুশকা শেঠির নাম বললেও পরবর্তী শোনা গিয়েছিলো ‘সাহো’র নায়িকা হতে পারেন দিপীকা পাডুকোন। তবে এসব জল্পনা কল্পনাকে মুছে দিয়ে সম্প্রতি ‘সাহো’র পরিচালক সুজিত জানিয়েছেন প্রভাসের সঙ্গে দেখা যাবে বলিউড তারকা শ্রদ্ধা কাপুরকে।

আগামী সেপ্টেম্বরে হায়দারাবাদে শুরু হবে ছবির শুটিং। আগামী বছর ছবিটি মুক্তি দেয়ার কথা রয়েছে।

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ১০:৫১ পূর্বাহ্ণ