১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২০

উখিয়ায় যৌথ অভিযানে ২১৬০ পিস ইয়াবা সহ ২ পাচারকারী আটক

 উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের ৩৪ বিজিবির সদস্যরা যাত্রীবাহী গাড়িতে তল্লাশী চালিয়ে ৬৬০ পিস ইয়াবা সহ মাহমুদ মিয়া (৩৮) নামক এক পাচারকারীকে আটক করেছে। আটককৃত পাচারকারী লেঙ্গুরবিলের হাবিবুর রহমানের ছেলে। ১৬ আগষ্ট সকাল ৯ টায় তাকে আটক করে। এ ব্যাপারে মাদক দ্রব্য সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে মরিচ্যা যৌথ চেকপোষ্টের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানিয়েছেন। অপরদিকে কক্সবাজার -টেকনাফ সড়কের তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানা পুলিশ ১৫০০ পিস ইয়াবাসহ মোঃইউসুফ (২৩) নামক এক পাচারকারীকে আটক করেছে। ১৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে থানার সামনে দিয়ে হেটে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের উপ -পরিদর্শক মোজাহিদুল ইসলাম ও চন্দন ধর ইউসুফ কে সন্দেহজনক আটক করে তল্লাশি চালায়। এসময় তার শরীরে অভিনব কায়দায় লোকানো ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি উখিয়ার পালংখালী ইউনিয়নের মোছার খোলা এলাকার মৃত গাফফারের ছেলে। তার বিরুদ্ধে মাদক দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে রামু থানায় সোপর্দ করেছে বলে জানা গেছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ৯:৪৩ অপরাহ্ণ