২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:১১

উখিয়ার ইনানীতে ২০ হাজার ইয়াবা নিয়ে ৩ সাংবাদিকসহ আটক- ৪

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

উখিয়ার ইনানীতে ২০ হাজার ইয়াবা নিয়ে ঢাকার ‘দৈনিক আলোকিত সকাল’ নামের পত্রিকার সম্পাদক ৩ সাংবাদিকসহ চারজনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে মেরিনড্রাইভ সড়কের ইনানী পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারীর উপজেলার ফুলকুমার এলাকার মোঃ রহিমের পুত্র ড্রাইভার মোঃ মানিক (৩৫), ঢাকার উত্তরখান আমবাগান বুড়িপাড়া এলাকার আবুল হোসেনের পুত্র কথিত সাংবাদিক মুখলেছুর রহমান মাসুম (৪৪), নেত্রকোনা জেলা সদরের আবাসনগর এলাকার আবদুল কুদ্দুসের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) এবং টেকনাফের পৌরসভার নতুন পল্লানপাড়ার মাস্টার আবুল মঞ্জুরের পুত্র সাইফুল ইসলাম (২৮) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মনিরুল হকের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে মেরিন ড্রাইভ সড়কের ইনানী পয়েন্ট থেকে একটি গাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করে। এসব ইয়াবা পাচারের জড়িত থাকায় গাড়িতে থাকা কথিত দুই সাংবাদিক, তাদের এক সহযোগী ও গাড়ির ড্রাইভারকে আটক করা হয়েছে। ওই গাড়িতে ‘আলোকিত সকাল’ নামে একটি স্টিকার ছিলো। গাড়িটিও জব্দ করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে আটকৃকতরা সাংবাদিকতার স্টিকার ব্যবহার করে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি ইয়াবা পাচার করছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হচ্ছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ৯:৫০ অপরাহ্ণ