১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৮

শ্যামনগরে চিংড়ীর ডিপোতে পুশ বিরোধি অভিযান

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি :

বুধবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মৎস্য দপ্তরের উদ্দ্যোগে নুরনগর ইউপির বাজারের চিংড়ীর ডিপোতে পুশ বিরোধি অভিযানে দুটি ডিপোকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সুত্রে প্রকাশ মৎস্য ও মৎস্যপণ্য বিধিমালা লংঘনের দায়ে অভিযানকালে মেসার্স একতা ফিসকে ৫ হাজার টাকা ও মেসার্স জাকিয়া ফিসকে ৩ হাজার টাকা সহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী মৎস্য অফিসার মোঃ শরিফুল ইসলাম,ক্ষেত্র সহকারী জি এম আনিসুর রহমান,সুরুজ মিয়া প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ৯:৪০ অপরাহ্ণ