১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪৩

নড়াইলে শার্টারগান ও ৫ রাউন্ড গুলিসহ দুজন আটক

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ একটি দেশী তৈরী শার্টারগান ও ৫ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে। বুধবার সকালে গ্রামবাসিদের সহযোগিতায় পুলিশ তেলকাড়া গ্রাম থেকে তাদের আটক করে।

গ্রামবাসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ আগষ্ট) রাত সাড়ে তিনটার দিকে মধুমতি নদীতে ট্রলারযোগে ৮/১০ জন সন্ত্রাসী এসে কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে প্রবেশ করে। গভীর রাতে ট্রলারে কে আসলো তা নিয়ে গ্রামের লোকদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে গ্রামে তল্লাশী চালালে তেলকাড়া গ্রামের মাহাতাব মোল্যার ছেলে শাকিলের(২৫) বাড়িতে লোকসমাগমের খবর পান। গ্রামবাসিরা ডাকছেড়ে ওই বাড়িতে গেলে সন্ত্রাসীরা ট্রলারযোগে পালিয়ে যায়। গ্রামের লোকজন তখন শাকিলের বাড়িতে গেলে তার উঠানে একটি দেশী তৈরী শার্টারগান ও ৫ রাউন্ডগুলি দেখতে পেয়ে শাকিলকে আটক করে। শাকিল গ্রামবাসীদের জানায়, করগাতি গ্রামের হাতকাটা জাহাঙ্গীর ওরফে উজ্বল, সৌউদ খান সহ ৮/১০ জন সন্ত্রাসী আমার বাড়িতে এসে আমাকে জিম্মি করে বলে যে, সৌদি মিজানের ঘর কোনটা আমাদের দেখা। আমি রাজি না হওয়ায় সন্ত্রাসীরা আমাকে(শাকিলকে) মারপিট করে এবং লোকজনের শোরগোল দেখে ট্রলারযোগে দ্রুত পালিয়ে যায়। শাকিল গ্রামবাসীদের আরো জানায়, সন্ত্রাসীদের সাথে তেলকাড়া গ্রামের মৃত তাইজোল মোল্যার ছেলে মশিয়ার মোল্যা (৪০)ছিল। গ্রামবাসীরা মশিয়ার মোল্যাকেও তখন আটক করে গ্রামের চৌকিদার হাফিজুর রহমানের জিম্মায় রাখেন।
বুধবার সকালে লোহাগড়া থানার ওসি(তদন্ত) মোঃ মনিরুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ তেলকাড়া গ্রাম থেকে শাকিল(২৫) ও মশিয়ার মোল্যা(৪০) কে আটক করে থানায় নিয়ে আসে। ওই গ্রামের ইয়ার মোল্যার ছেলে নুর আলম মোল্যা, টুকু মোল্যার ছেলে অছি মোল্যা, খান জাফর আলীর স্ত্রী ঝর্ণা বেগম, মোহন শেখের স্ত্রী সেলিনা বেগমসহ অনেকে জানান, সৌদি প্রবাসি ও যুবলীগ নেতা এসএম মিজানুর রহমান মিজানকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা গভীর রাতে গ্রামে ঢুকেছিল। মিজানুর রহমান বলেন, মহান আল্লাহপাকের রহমতে গ্রামবাসিদের সহযোগিতায় বিপদ থেকে রক্ষা পেয়েছি। আটককৃতদরা দাবি করেছেন, ওই অস্ত্র হাতকাটা জাহাঙ্গীর ওরফে উজ্বলসহ তাদের সহযোগিদের। লোহাগড়া থানার ওসি(তদন্ত) মোঃ মনিরুল ইসলাম বলেন, একটি দেশী তৈরী শার্টারগান ও ৫ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। এবিষয়ে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ৯:৩৬ অপরাহ্ণ