স্পোর্টস ডেস্ক:
উসাইন বোল্ট ক্যারিয়ারের শেষ বেলায় ট্র্যাকে নেমে পরাজয়ের স্বাদ পেয়েছেন। জ্যামাইকান বজ্রবিদ্যুৎ ১০০ মিটারের পর রিলেতেও ব্যর্থ হয়ে প্রমাণ করেছেন, তিনিও এই মর্তেরই একজন মানুষ। তিনিও হারতে পারেন! তবে সেই বিদায় ট্র্যাজেডি ভুলে সর্বকালের দ্রুততম মানব এখন ফুটবল মাঠ মাতানোর অপেক্ষায়। একটা প্রদর্শনী ম্যাচ খেলার জন্য ৩০ বছর বয়সী বোল্ট নাম নিবন্ধন করেছেন প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। নাম নিবন্ধের পর এখন ফুটবল অভিষেকের জন্য অপেক্ষা করছেন।
ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা বোল্ট ক্রিকেটটাও ভালো খেলতে পারেন। ফুটবল প্রতিভা ও আছে। সেই ছোটবেলা থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের অন্ধভক্ত। এবার সেই প্রিয় ক্লাবের জার্সি পরেই বিশ্বকে নিজের ফুটবল প্রতিভার স্বাক্ষর রাখার সুযোগ তার সামনে। বোল্ট নিজেও রোমাঞ্চিত। তবে তার মনের কোণে ছোট্ট ওই সংশয়মিশ্রিত প্রশ্নটাও আছে, ‘ম্যাচের আগে সুস্থ হয়ে উঠতে পারবো তো।’ তার এক ঘনিষ্টজন বলেছেন, ‘ইউনাইটেডের হয়ে ফুটবল খেলাটা তার অনেক দিনের স্বপ্ন। সে এই স্বপ্ন পূরণে মরিয়া। চোট থেকে সেরে উঠলে সে এই স্বপ্ন পূরণ করবেই।’ ইউনাইটেডে সমর্থকেরা তো বটেই; বিশ্ব ফুটবলপ্রেমীরাও নিশ্চয় চাইছেন ২ সেপ্টেম্বরের আগেই বোল্ট সুস্থ হয়ে উঠুক।
দৈনিকদেশজনতা/ আই সি