১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৫

ফুটবল অভিষেকের অপেক্ষায় উসাইন বোল্ট

স্পোর্টস ডেস্ক:

উসাইন বোল্ট ক্যারিয়ারের শেষ বেলায় ট্র্যাকে নেমে পরাজয়ের স্বাদ পেয়েছেন। জ্যামাইকান বজ্রবিদ্যুৎ ১০০ মিটারের পর রিলেতেও ব্যর্থ হয়ে প্রমাণ করেছেন, তিনিও এই মর্তেরই একজন মানুষ। তিনিও হারতে পারেন! তবে সেই বিদায় ট্র্যাজেডি ভুলে সর্বকালের দ্রুততম মানব এখন ফুটবল মাঠ মাতানোর অপেক্ষায়। একটা প্রদর্শনী ম্যাচ খেলার জন্য ৩০ বছর বয়সী বোল্ট নাম নিবন্ধন করেছেন প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। নাম নিবন্ধের পর এখন ফুটবল অভিষেকের জন্য অপেক্ষা করছেন।

আগামী ২ সেপ্টেম্বর একটা প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা। ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডের সেই ম্যাচে অংশ নেবেন দুই দলের কিংবদন্তি ফুটবলাররা। কিংবদন্তিদের সেই ম্যাচে বোল্ট খেলার জন্যই ইউনাইটেড কিংবদন্তিদের সঙ্গে লিখিয়েছেন নিজের নামটাও। তবে নাম লেখালেও বোল্টের মাঠে নামা ছোট্ট একটা শর্তের উপর ঝুলছে। গত ১২ আগস্ট সর্বকালের সেরা স্প্রিন্টার ক্যারিয়ারে শেষ বারের মতো ট্র্যাকে নেমে পড়ে গিয়ে চোট পেয়েছেন। যদি এই চোট থেকে সেরে উঠেন, তবেই ইউনাইটেডের জার্সি গায়ে মাঠে নেমে পড়বেন। ইউনাইটেডের ওয়েলস কিংবদন্তি রায়ান গিগস আশাবাদী, বোল্ট সুস্থ হয়ে ঠিকই খেলতে পারবেন।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা বোল্ট ক্রিকেটটাও ভালো খেলতে পারেন। ফুটবল প্রতিভা ও আছে। সেই ছোটবেলা থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের অন্ধভক্ত। এবার সেই প্রিয় ক্লাবের জার্সি পরেই বিশ্বকে নিজের ফুটবল প্রতিভার স্বাক্ষর রাখার সুযোগ তার সামনে। বোল্ট নিজেও রোমাঞ্চিত। তবে তার মনের কোণে ছোট্ট ওই সংশয়মিশ্রিত প্রশ্নটাও আছে, ‘ম্যাচের আগে সুস্থ হয়ে উঠতে পারবো তো।’ তার এক ঘনিষ্টজন বলেছেন, ‘ইউনাইটেডের হয়ে ফুটবল খেলাটা তার অনেক দিনের স্বপ্ন। সে এই স্বপ্ন পূরণে মরিয়া। চোট থেকে সেরে উঠলে সে এই স্বপ্ন পূরণ করবেই।’ ইউনাইটেডে সমর্থকেরা তো বটেই; বিশ্ব ফুটবলপ্রেমীরাও নিশ্চয় চাইছেন ২ সেপ্টেম্বরের আগেই বোল্ট সুস্থ হয়ে উঠুক।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ৫:২৬ অপরাহ্ণ