১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৭

নওগাঁয় বজ্রপাতে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের দেলুয়াবাড়ি এলাকায় বজ্রপাতে দুইজন মারা গেছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ভারশো ইউনিয়নের  কিত্তলী এলাকার মলু ইসলাম (৩৭) এবং দেলুয়াবাড়ি এলাকার শামছুল ইসলাম (৪০)।
মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, দুপুরে মলু এবং শামছুলসহ ৬/৭জন বৃষ্টির মধ্যে দেলুয়াবাড়ি নদীতে মাছ ধর ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ৬:১৪ অপরাহ্ণ