২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০৩

আঘাত নিয়েই ঢাকার বিমানে ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক:

হালকাচালেই কোচ ড্যারেন লেম্যান উদ্বেগের জবাবটা দিয়ে বললেন, কোনো ভয় নেই ডেভিড ওয়ার্নারকে অস্ট্রেলিয়ায় রেখে যাচ্ছেন না তারা। শুক্রবার বাংলাদেশ তথা ঢাকার বিমান ধরছেন সহ-অধিনায়ককে নিয়েই। ১৪ তারিখ ব্যাটসম্যান বাউন্সারের আঘাতে মাঠ ছেড়েছিলেন এরপর আর খেলতে নামেননি। কোচ বলেছেন, কোনো সংশয় নেই। ওয়ার্নার তাদের সাথে যাচ্ছেন। ওয়ার্নার ডারউইনের ক্যাম্পে তিনদিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বাউন্সারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। জশ হ্যাজলউডের একটি শর্ট পিচ ডেলিভারি ৩০ বছর বয়সী ব্যাটসম্যানের গলার নিচে ছোবল বসিয়েছিলেন। মাথা ঘুরে পড়ে যাওয়া ওয়ার্নার রিটায়ার করেছিলেন। ড্রেসিং রুমে ফিরে বরফ চিকিৎসা নিলেন। কিন্তু এরকম আঘাতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার নিয়ম। মঙ্গলবার ওয়ার্নার অবশ্য এমন আঘাত সংক্রান্ত নির্ধারিত টেস্টে পাস করে গিয়েছিলেন।

কোচ লেম্যান বলেছেন, ওয়ার্নার হ্যাজলউডের শর্ট পিচ ডেলিভারিতে হুক করতে গিয়েছিলেন। বলটা ঠিকমতো পড়তে না পারায় বিপত্তি। এরপর গলা ও মাথাব্যথার চিকিৎসা হয়েছে। ‘তাকে ঠিকঠাকই লাগছে। আজ (বুধবার) মাঠের চারপাশে ঘুরে বেড়ালো। প্রার্থনা করি সে ঠিকঠাক থাকুক, আগামীকাল বা আরো দিন দুয়েক পর আরো আপডেট পাবো।’ লেম্যান বলেছেন, ‘এরকমটা যখন ঘটে তখন তা আতঙ্কই জাগায়, তাই না? আশা করি সে ঠিক হয়ে যাবে।’ এরকম ক্ষেত্রে প্রাথমিক ধাক্কাটা খুব বড় হয়ে দাঁড়ায়। তা আরো বেশি অস্ট্রেলিয়ানদের জন্য। কারণ, এই ওয়ার্নারদের সতীর্থ ফিল হিউজই তো ২০১৪ সালের নভেম্বরে এমন এক বাউন্সারে মাঠে লুটিয়ে পড়েছিলেন। মাথার নিচের দিকে আঘাত পেয়েছিলেন। সেই যে অচেতন হয়েছিলেন আর চৈতন্যে ফেরেননি। হাসপাতাল থেকেই চির অজানায় চলে গেছেন।

এদিন ওপেনার ওয়ার্নার অবশ্য নিজেই উঠে দাঁড়িয়েছিলেন। কাছেই ছিলেন স্টিভেন স্মিথ, হ্যাজলউড, মেডিক্যাল স্টাফরা। কারো সহায়তা না নিয়ে মাঠের বাইরে ফিরেছিলেন। তবে ব্যাটিং প্রস্তুতি তার ভালো হয়নি। প্রথম ইনিংসে ৪ আর পরের ইনিংসে ২ রান করার পর এই কাণ্ড। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের মতো সবার স্বস্তি যে ওয়ার্নারের আতঙ্ক জাগানোর মতো কিছু ঘটেনি, ‘ডেভি ঠিক আছে দেখে ভালো লাগছে। একটু জড়তা ও ব্যথা তার আছে। তবে কথা বলে দেখলাম। সে ঠিক আছে ।’শুক্রবার ঢাকায় অস্ট্রেলিয়া দল পা রাখছে। ২২-২৩ তারিখ বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তারপর দুই টেস্টের সিরিজ। ২৭ আগস্ট থেকে প্রথম ম্যাচ মিরপুরে। ৪ সেপ্টেম্বর দ্বিতীয়টি চট্টগ্রামে শুরু।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ৩:২৯ অপরাহ্ণ