১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২২

পাকিস্তানের জন্য আইসিসির ‘নিরাপত্তা দল’ ভাড়া

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সে জন্য সব রকম চেষ্টাই করে যাচ্ছে। এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও পিসিবির সেই লড়াইয়ে শরীক হলো। আইসিসি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর আশায় দেশটির নিরাপত্তা তদারকি করতে আন্তর্জাতিক নিরাপত্তা কোম্পানি ভাড়া করেছে! পিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান স্বয়ং নাজাম শেঠি এই খবর দিয়েছেন । পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডনকে শেঠি বলেছেন, ‘পাকিস্তানে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আইসিসি এই উদ্যোগ নিয়েছে। তিনটি দেশ-ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আরব আমিরাতের সুনামধন্য নিরাপত্তা কর্মীদের সমন্বয়ে আন্তর্জাতিক নিরাপত্তা কোম্পানিটি গঠন করা হয়েছে।’ পিসিবির চেয়ারম্যান জানিয়েছেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পাকিস্তান সফরে আসবে আন্তর্জাতিক নিরাপত্তা দলটি।

২০০৯ সালে শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। সেই থেকে একমাত্র জিম্বাবুয়ে ছাড়া কোনো দলই পাকিস্তানে ক্রিকেট খেলতে যাচ্ছে না। পিসিবি অনেক দিন ধরেই চেষ্টা করছে , কিন্তু কোনো দলকেই রাজি করাতে পারছে না। পাকিস্তান জুনে ভারতকে হারিয়ে প্রথম বারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে। এরপর বিশ্বের অনেক ক্রিকেট বোদ্ধাই পিসিবির পাশে দাঁড়িয়ে আহ্বান জানান, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল, ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডসের মতো কিংবদন্তিরা সরাসরিই বলেন, ‘এখন সময় এসেছে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর।’ তাদের সেই আহ্বানেই কিনা, আইসিসিও দেশটিতে পুনরায় আন্তির্জাতিক ক্রিকেট ফেরাতে নড়চড়ে বসেছে। এরই মধ্যে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, বিশ্ব একাদশকে পাকিস্তান সফরে পাঠাতে। আগামী সেপ্টেম্বরেই পাকিস্তান সফর করবে আইসিসি বিশ্ব একাদশ। ধারাবাহিকতায় এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি নিল আরও বড় পদক্ষেপ।

পাকিস্তানের নিরাপত্তা তদারকি করতে আন্তর্জাতিক নিরাপত্তা কোম্পানি ভাড়া  করায় স্পষ্ট, দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর বিষয়টি আইসিসি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে। নিরাপত্তা কোম্পানি বা দলটির সঙ্গে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার একজন প্রতিনিধিও থাকবেন। আইসিসির ভাড়া করা নিরাপত্তা কোম্পানি সবার আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবে। পরে পাঞ্জাব সরকারের পাশাপাশি আলোচনা করবে বিভিন্ন নিরাপত্তা বিশেষজ্ঞসহ পাকিস্তানের কেন্দ্রিয় সরকারের সঙ্গেও । নিরাপত্তা কোম্পানিটি মোট ৩ বছরের জন্য ভাড়া করা হয়েছে। তবে দলটি প্রতি বছরই পাকিস্তান সফর করবে। সেপ্টেম্বরে প্রথম সফরে দলটি ৪দিন পাকিস্তানে অবস্থান করবে। আইসিসি ভাড়া করলেও পিসিবিকেই আন্তর্জাতিক নিরাপত্তা কোম্পানির ব্যয় বহন করতে হবে। সেই ব্যয়ের অঙ্কটাও অনেক বড়ই। শেঠি জানিয়েছেন, প্রতি সফরে নিরাপত্তা কোম্পানিকে ৪ লাখ ডলার করে দিতে হবে। সেই হিসেবে ৩ বছরে মোট ব্যয় হবে ১২ লাখ ডলার!

তবে শেঠি ব্যয়ের কথা ভাবছেন না। দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দরজা খুলতে যাচ্ছে, সেটা ভেবেই পিসিবি চেয়ারম্যান উচ্ছ্বসিত, ‘নিরাপত্তা কোম্পানির রিপোর্টের পরই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। দেশের মাটিতে পিএসএল (পাকিস্তান সুপার লিগ) আয়োজনের সবুজ সংকেতও দেওয়া হবে।’  নিরাপত্তা কোম্পানি রিপোর্ট যাই দিক, পাকিস্তান একটা সুখবর এরই মধ্যে পেয়েও গেছে । সেই শ্রীলঙ্কা দল পাকস্তান সফর করতে রাজি হয়েছে। জানা গেছে সেপ্টেম্বরেই শ্রীলঙ্কা পাকিস্তান সফরে যাবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

 

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ৩:৪৪ অপরাহ্ণ