১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৬

পঞ্চগড়ে বন্যা পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিবেদক:

পঞ্চগড়ে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বুধবার সকালে পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা, তুলারডাঙ্গা, নিমনগর, রাজনগর, পৌর খালপাড়া, জালাসী, খালপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পানি অনেক নেমে গেছে।

পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল জানান, পঞ্চগড় জেলার বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। দেবীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের কোনো কোনো জায়গা নিচু হওয়ায় সেখানে পানি নেমে যেতে একটু সময় লাগছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের উন্নয়নের সার্বিক ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসন সজাগ রয়েছে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ২:১৭ অপরাহ্ণ