আন্তর্জাতিক ডেস্ক:
থাইল্যান্ডের রাজার প্রোফাইল ফেসবুকে শেয়ার করায় জাটুপাট বুনপাট্টারারাকশা নামক এক ছাত্রকে আড়াই বছরের জেল দেয়া হয়েছে। বিবিসির থাই ভার্সনে প্রকাশিত সমালোচনামূলক ওই প্রোফাইল শেয়ার করায় গত বছরের ডিসেম্বরে জাটুপাটকে গ্রেফতার করা হয়।
জাটুপাট বুনপাট্টারারাকশার বিরুদ্ধে রাজতন্ত্রের অবমাননা করার অভিযোগ আনা হয়েছে।
গ্রেফতারের পর এরপর মোট ১০ বার জাটুপাট বুনপাট্টারারাকশার জামিন আবেদন করা হয়েছিল। কিন্তু কোনোটাই গ্রাহ্য করা হয়নি।
থাইল্যান্ডে রাজপরিবার নিয়ে যে কোনো ধরনের সমালোচনাই গুরুতর অপরাধ হিসেবে গন্য করা হয়। সামরিক সরকার শাসিত সরকারের বিরোধী জাটুপাট। সরকারবিরোধী বেশ কিছু বিক্ষোভেও অংশ নিয়েছিলেন তিনি। বিবিসিতে প্রকাশিত ৬৪ বছর বয়সী রাজা ভাজিরালংকর্নের সেই প্রোফাইল ২, ৬০০ এর বেশি মানুষ শেয়ার করেছিলেন। কিন্তু এ অপরাধে শুধু জাটুপাটকেই গ্রেফতার করা হয়।
দৈনিকদেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

