১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

ফ্রিটাউনে ভূমিধস ও বন্যায় নিখোঁজ ৬০০

আন্তর্জাতিক ডেস্ক:

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভূমিধস ও বন্যায় কমপক্ষে ৬০০ মানুষ নিখোঁজ হয়েছেন। খবর বিবিসির।

গত সোমবার সিয়েরা লিওনে ফ্রিটাউনে হওয়া ভূমিধস ও বন্যায় এ পর্যন্ত প্রায় ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আর্নেস্ট বাই করোমা দেশটির এমন দুর্যোগে জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, বন্যা ও ভূমিধস পুরো জনপদকেই ক্ষতিগ্রস্থ করেছে।

ভূমিধস ও বন্যায় কারণে এত বেশি মরদেহ আসছে যে হাসপাতালের মর্গগুলো ভর্তি হয়ে গেছে। মর্গে খালি জায়গা করতে বুধবার নিহতদের গণকবর দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ২:১৬ অপরাহ্ণ