১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২০

উয়েফা নাম প্রকাশ করেছে ফুটবল বর্ষসেরার

পোর্টস ডেস্ক:

উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। বর্তমান সময়ের সেরা দুই তারকা রোনালদো ও মেসির সঙ্গে সংক্ষিপ্ত এ তালিকায় জায়গা পেয়েছেন জুভেন্টাস তারকা বুভনও। সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হলেও বিজয়ীর নাম ঘোষণা হবে আগামী ২৪ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে।

৪টি ভিন্ন ক্যাটাগরিতে (ফরোয়ার্ড, মিডফিল্ডার, ডিফেন্ডার ও গোলরক্ষক) মোট ১২ জন ফুটবলার মনোনিত হয়েছেন পুরস্কারের জন্য। মৌসুমের সেরা ফরোয়ার্ডের পুরস্কারের দৌড়ে আছেন রিয়ালের রোনালদো, বার্সেলোনার লিওনেল মেসি এবং জুভেন্টাসের পাওলো দিবালা।

মিডফিল্ডার ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন রিয়ালের মিডফিল্ডত্রয়ী কাসেমিরো, টনি ক্রুস ও লুকা মড্রিচ। ডিফেন্ডার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন রিয়ালের দুজন-অধিনায়ক সার্জিও রামোস এবং মার্সেলো। তাদের সঙ্গে মনোনয়ন পাওয়া অন্যজন হলেন এসি মিলানের লিওনার্দো বোনুচ্চি।

আর সেরা গোলরক্ষকের পুরস্কারের দৌড়ে মনোনয়ন পেয়েছেন জুভেন্টাসের জিয়ানলুইজি বুফন, বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যার এবং অ্যাতলেটিকো মাদ্রিদের ইয়ান ওবল্যাক।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ১২:৪০ অপরাহ্ণ