২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:০৩

সাভারে পৃথকভাবে ২ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

পৃথক ঘটনায় সাভারে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সাভারের তালবাগ ও নামাবাজার বংশী নদীর ব্রীজের নিচ থেকে লাশ দুটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সাভারের তালবাগ এলাকায় নিজ ভাড়া ঘরের আড়ার সাথে ঝুলন্ত ভ্যান চালক আমিন মোল্ল্যার (৪০) লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই ভ্যান চালকের শিশু মেয়ে তিশা আক্তারকে গত চার মাস আগে রেডিওকলোনী এলাকায় হত্যা করে দুর্বৃওরা। মেয়েকে হত্যা করা হয়েছে নিশ্চিত জেনে গতকাল রাতে থানায় বাবা মামলা করার উদ্যোগ নিলে তাকে বকা ঝকা করেন স্ত্রী জোসনা বেগম ছেলে তুষার মোল্লা ও শাশুড়ি নুর বানু। পরে আজ সকালে ঘরের মধ্যে তার লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনার পর থেকে ওই ভ্যান চালকের স্ত্রী সন্তান ও শাশুড়ি গা ঢাকা দিয়েছে।
নিহত ওই ব্যক্তি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার জাফরগঞ্জ গ্রামের বাসিন্দা।
অন্যদিকে নিখোঁজের দুই দিন পরে আজ সকালে সাভারের নামাবাজার বংশী নদীর ব্রীজের নিচ থেকে আনিছুর রহমান নামের (২৪) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১৪ আগষ্ট বিকেলে আশুলিয়ার নলাম এলাকা থেকে ওই যুবক নিখোঁজ হন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই যুবক একটি গাড়ির গ্যারেজে কাজ করতো। সে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার হালিম মিয়ার ছেলে। গতকাল সাভার ও আশুলিয়ায় তিন জনসহ আজ আর দুই জনের লাশ উদ্ধার করায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
কিভাবে ওই দুই জনের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার (ওসি) মোহসিনুল কাদির।
এঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ১২:৩৬ অপরাহ্ণ