দৈনিক দেশজনতা ডেস্ক:
নাটকীয় এক ম্যাচ। সেই ম্যাচে ব্যাট হাতে ত্রিনবাগো নাইট রাইডার্সের তালিসমান হলেন দিনেশ রামদিন। খেললেন ৩৫ বলে অপরাজিত ৫৯ রানের দারুণ এক ইনিংস। পেছন থেকে উঠে এসে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ৪ উইকেটে হারালো নাইট রাইডার্স। সেই সাথে মেহেদী হাসান মিরাজদের দল নিশ্চিত করে ফেললো নক আউট পর্ব। যদিও বাংলাদেশি অফ স্পিনারের এই ম্যাচ শুধু নয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বার গিয়ে একটি ম্যাচও খেলা হয়নি।
পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালের পিচে খেলার আয়ু বাড়ার সাথে উইকেট ধীর হয়ে যেতে থাকে। ৭ উইকেটে ১৫৮ রান করেছিল প্যাট্রিয়টস। সেই রান তাড়া করতে নেমে ১৪তম ওভারের সময় পরিস্থিতিটা নাইট রাইডার্সের পক্ষে ছিল না মোটেই। ৫ উইকেটে ৮৯ রান। কিন্তু ডোয়াইন ব্রাভো (২০) আর রামদিন গুরুত্বপূর্ণ ৪১ রানের জুটি গড়ে তোলেন ষষ্ঠ উইকেটে। ওখান থেকে জ্যাভন সার্লসকে (অপরাজিত ১২) নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রামদিন। কার্লোস ব্রাথওয়েটকে শেষটায় এক ওভারে ২ ছক্কা ও ১ চারের মারে রামদিন খেলাটা সহজ করে দেন। এক পর্যায়ে চার ওভারে ৫০ রান দরকার ছিল তাদের। সেই সমীকরণ দারুণ ব্যাটিংয়ে পাল্টে দিয়েছিলেন রামদিন। শেষ ওভারে জিততে মাত্র ৩ রান দরকার পড়ে। শেষ ওভারে হাসান আলিকে একটি বাউন্ডারি মেরে জয়োৎসবে মাতেন রামদিন, সাথে দল। ৩ বল হাতে রেখেই আসে জয়।
ব্রেন্ডন ম্যাককালাম (১৬), সুনিল নারিন (৫), কলিন মুনরো (৩৬) পর্যন্ত তাও সহনীয় ছিল নাইটদের ব্যাটিং। কিন্তু ড্যারেন ব্রাভো (১) ও শাদাব খানকে (৩) দ্রুত হারিয়ে হারের শঙ্কায় পড়েছিল। ওখান থেকে বীরত্ব দেখিয়ে দলকে জয় ছিনিয়ে এনে দিয়েছেন রামদিন। আর তাদের আগে সামার ব্রুকসের ৩৭, জোনাথন কার্টারের ৩১ এবং আরো তিনটি মাঝারি ইনিংসে এই উইকেটে লড়ার মতো রানই পেয়েছিল প্যাট্রিয়টস। কিন্তু শেষটায় আর পেরে ওঠেনি তারা।
দৈনিক দেশজনতা /এমএইচ