নিজস্ব প্রতিবেদক:
সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে গণমাধ্যমে কথা বলবেন না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মঙ্গলবার (১৫ অাগস্ট) সুপ্রিম কোর্ট মিলনায়তনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রায় নিয়ে তার মন্তব্যের বিষয়ে বলেন, ‘রায় নিয়ে প্রকাশ্যে বা গণমাধ্যমে কিছু বলবো না, তবে যা বলার কোর্টে বলবো।’ তিনি আরও বলেন, ‘আমরা রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। রক্তদান কর্মসূচির মাধ্যমে আমরা গরীব-অসহায়দের জন্য রক্তের ব্যবস্থা করছি।’ জাতীয় শোক দিবস উপলক্ষে সেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে সুপ্রিম কোর্ট।
দৈনিকদেশজনতা/এন এইচ