১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৮

খেলায় হেরেও পঞ্চদশবারের মতো ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক,

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের ফিরতি লেগে নিজেদের মাঠে জিতেও ইউরোপ সেরার প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। আর আজকের খেলায় হেরেও পঞ্চদশবারের মতো ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

বুধবার (১০ মে) নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছে আতলেতিকো। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় ফাইনাল নিশ্চিত করল রিয়াল।

রিয়ালকে চাপের মধ্যে রাখা আতলেতিকোকে এগিয়ে নেয়ার কৃতিত্ব সাউল নিগেসের। কোকের কর্ণারে তার লাফানো দারুণ হেডে হাত ছোঁয়ালেও ফেরাতে পারেননি নাভাস।

চার মিনিট পর স্বাগতিকদের উল্লাসে মাতিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আতোয়াঁন গ্রিজমান। ফের্নান্দো তোরেসকে রাফায়েল ভারানে ফাউল করায় পেনাল্টি পেয়ছিল স্বাগতিকরা।

উৎকণ্ঠায় থাকা রিয়াল সমর্থকদের মুখে হাসি ফোটান ইসকো। তার ৪২তম মিনিটের গোলে দারুণ অবদান করিম বেনজেমার। ফরাসি স্ট্রাইকার দারুণ কারিকুরিতে তিন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বাই লাইন থেকে বল বাড়ান টনি ক্রুসকে। জার্মার মিডফিল্ডারের জোরালো শট কোনো রকমে ঠেকিয়ে দেন ওব্লাক। ফিরতি বলে ইসকোর জোরালো শট ঠেকানোর কোনো সুযোগই তার ছিল না।

এই গোলের পর ফাইানালে যেতে আরও তিনবার রিয়ালের জালে বল পাঠাতে হতো আতলেতিকোকে। কিন্তু সেটি আর হয়ে উঠেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যাচ্ছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো। তার বুলেট গতির ফ্রি-কিক ঠেকিয়ে সেবার ত্রাতা ওব্লাক।

পরে খেলার বাকি সময়ে আর কোন দলই গোলের দেখা পায়নি। ফলে প্রতিপক্ষের মাঠে হেরেও জয় উৎসব করে হাসি মুখে মাঠ ছাড়ে রিয়াল।

আগামী ৩ জুনের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ইতালিয়ান চ্যাম্পিয়ন্স জুভেন্টাস।

এন/এইচ=দেশ জনতা

প্রকাশ :মে ১১, ২০১৭ ১২:৩২ অপরাহ্ণ