দেশ জনতা ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে ভালো শুরু পেয়েছে পাকিস্তান। বুধবার রাতে ডমিনিকায় টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ২ উইকেটে ১৬৯ রান করেছে মিসবাহ-উল-হকের দল। বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে অবশ্য খেলা হয়েছে সব মিলিয়ে ৬৯ ওভার। ওপেনার আজহার আলি ৮৫ ও ইউনিস খান ১০ রান নিয়ে উইকেটে আছেন। এই টেস্টে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন মিসবাহ-উল-হক ও ইউনিস খান।
ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না পাকিস্তানের। স্কোর বোর্ডে মাত্র ১৯ রান যোগ হতেই বিদায় নেন ওপেনার শান মাসুদ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর বিপর্জয় সামাল দেন আজহার আলী ও বাবর আজম। বাবর ৫৫ রান করে ফিরলেও সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন আজহার। ৮৫ রানের ইনিংসটি তিনি খেলেছেন ২১৯ বলে। ইউনিস খান নিজের বিদায়ী টেস্টে ব্যাট হাতে নামার সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের কাছ থেকে পেয়েছেন গার্ড অব অনারসিরিজে প্রথম টেস্টে পাকিস্তান জেতার পর দ্বিতীয় টেস্টে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতায়। ডমেনিকা টেস্টে জয় পেলে অবশ্য ইতিহাস লেখা হবে পাকিস্তানের। এখন পর্যন্ত যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ জেতা হয়নি তাদের। এই টেস্টে জয় পেলে সেই অপেক্ষা ঘোঁচানোর সঙ্গে ইউনিস-মিসবাহকে বড় একটা উপহারও দেওয়া হবে পাকিস্তানের।
এন/এইচ=দেশ জনতা
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

