২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১৫

ট্রাম্পের দুউ উপদেষ্টাকে স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন করায় আটক হয়েছেন এক রিপোর্টার।

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: পশ্চিম ভার্জিনিয়ার ক্যাপিটল হিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুউ উপদেষ্টাকে স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন করায় আটক হয়েছেন এক রিপোর্টার। মঙ্গলবার ওই ঘটনা ঘটে।

ড্যান হেইম্যান নামে ওই মার্কিন রিপোর্টার স্বাস্থ্য সচিব টম প্রাইচ এবং হোয়াইট হাউস উপদেষ্টা কেলিয়ান কনওয়েকে রিপাবলিকান স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন করেছিলেন।

পাবলিক নিউজ সার্ভিসের অভিজ্ঞ এই স্বাস্থ্য প্রতিবেদক প্রশ্ন করেছিলেন রিপাবলিকান স্বাস্থ্যসেবাকে স্থানীয় সহিংসতার পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে কিনা?

হেইম্যান পরবর্তীতে বলেন, তিনি তার দায়িত্ব পালন করছিলেন। তিনি এও জানেন, ওই প্রশ্নের জন্য তাকে জেলও খাটতে হতে পরে। হয়েছেও তাই, প্রশ্ন করার কারণে পুলিশের হাতে আটক হতে হয়েছে তাকে।

এদিকে পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন হেইম্যান। বলেন, ক্যাপিটল ভবনে প্রেস ব্যাজ এবং মিডিয়া আউটলেটের একটি শার্ট পরে তিনি ট্রাম্পের উপদেষ্টাদের অনুসরণ করেছিলেন এবং প্রশ্ন করছিলেন।

ট্রাম্পের উপদেষ্টা প্রাইচের প্রশ্রের উত্তর দেয়া প্রসঙ্গে হেইম্যান বলেন, তিনি কোনো কিছুই বলেননি। তবে আমি আমার অবস্থানে স্থির ছিলাম- বলেন হেইম্যান।

অপিওডোমের মহামারী এবং তার প্রভাব সম্পর্কিত একটি সমাবেশে অংশ নিতে পশ্চিম ভার্জিনিয়ায় যান প্রাইচ ও কনওয়ে।  যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিম ভার্জিনিয়ায় রোগটির প্রকোপ বেশি। সেখানে রোগটির প্রকোপ সম্পর্কে বারবার প্রশ্ন করেন হেইম্যান। কিন্তু কোনো উত্তর মেলেনি।

তাই হেইম্যান বলেন, এটা আমার কাজ। আমি মনেকরি এটা এমন প্রশ্ন যেটার উত্তর পাওয়া দাবি করাই যায়। আমার মনেহয় প্রশ্ন করা এবং তার উত্তর বের করাই আমার কাজ।

যুক্তরাষ্ট্রের সিভিল লিবার্টিটি ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে যে হেইম্যানের গ্রেফতার ‘একটি স্বাধীন, মুক্ত প্রেসকে বাধাগ্রস্ত করেছে। সংগঠনটি এই ঘটনার তীব্র নিন্দাও জানায়।

এন/এইচ=দেশ জনতা

প্রকাশ :মে ১১, ২০১৭ ১২:২৩ অপরাহ্ণ