১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৮

খালেদা জিয়ার জন্মদিনে বন্যার্তদের মাঝে ত্রাণ দেবে যুবদল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে যুবদল দেশব্যাপী দোয়া মাহফিল ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটির পক্ষ থেকে সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়,  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে আগামী ১৫ আগস্ট দেশের সকল জেলা, মহানগর, থানা ও পৌর শাখায় যুবদল কর্তৃক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের যে সমস্ত এলাকা বন্যায় প্লাবিত হয়েছে সেসব এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

যুবদলের উল্লেখিত ইউনিট সমূহকে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু নির্দেশ দিয়েছেন বলেও বার্তায় জানানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ৩:১৬ অপরাহ্ণ