১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৯

সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। নিহতেরা হল- বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল্লার আশিক মিয়ার ছেলে জসিম উদ্দিন ও একই এলাকার মৃত লুতু মিয়ার ছেলে কলেজ ছাত্র আশিক মিয়া (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল্লার কাতার প্রবাসী দুলন মিয়াকে ঢাকা এয়ারপোর্ট থেকে আনার জন্য তার স্বজনরা একটি মাইক্রোবাস যোগে ঢাকা যায়। পরে সেখান থেকে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় পৌঁছালে সেখানে দাড়িয়ে থাকা একটি ইট বোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও ৫ জন আহত হয়।

আহত আবিদ আলী জানান, তাদের বহন করা মাইক্রোবাসটি দ্রুত গতিতে চালানোর কারণে দাড়িয়ে থাকা ইট বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ৩:৪০ অপরাহ্ণ