১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৩

আজ শুভ জন্মাষ্টমী

নিজস্ব প্রতিবেদক:
ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি বা জন্মাষ্টমী আজ। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে দুই দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে আজ হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনে ঐতিহ্যবাহী গীতাযজ্ঞ, বিকালে শোভাযাত্রা এবং রাতে শ্রীকৃষ্ণ পূজা। আর ১৮ আগস্ট হবে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে জন্মাষ্টমী ঘিরে পাঁচ দফা দাবি জানিয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। বাংলাদেশ সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করে। পাঁচ দফার দাবিগুলো হলো যথাযথ জাতীয় মর্যাদায় জন্মাষ্টমী উদযাপন; বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারি ভবনগুলো আলোকসজ্জা করা; প্রধান প্রধান সড়ক জাতীয় পতাকা ও শুভেচ্ছা বাণী দিয়ে সজ্জিত করা; কারাগার, হাসপাতাল, অনাথ আশ্রম ও এতিমখানায় সবার জন্য উন্নত খাবারের ব্যবস্থা করা এবং সরকারি-বেসরকারি প্রচারমাধ্যমে দিবসব্যাপী অনুষ্ঠান প্রচার ও সংবাদপত্রে বিশেষ সংখ্যা প্রকাশ করা। মতবিনিময় সভায় জানানো হয়, জন্মাষ্টমীর শোভাযাত্রাটি ঢাকেশ্বরী থেকে শুরু করে পলাশীর মোড়, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, পুলিশ হেডকোয়ার্টার, দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপ শাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায়সাহেব বাজার হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। সন্ধ্যার আগেই এ শোভাযাত্রা শেষ করা ও আজানের সময় বাদ্যযন্ত্র ব্যবহার না করারও নির্দেশনা রয়েছে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, সহসভাপতি মিলন কান্তি দত্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডিএন চ্যাটার্জি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়। হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তি দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ৩:০৮ অপরাহ্ণ