১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৩

বরিশালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক:

পরমেশ্বর শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বরিশালে উদ্বোধনী অনুঠানের মধ্যদিয়ে ধর্মীয় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। কালীবাড়ি রোড ধর্মরক্ষিণী সভার আয়োজনে সোমবার বেলা ১১টায় নগরীর লাইন রোডের সম্মূখে উৎসবের উদ্বোধন করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। এরপর দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

ধর্মরক্ষিণী সভার সভাপতি রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ। এখানে বিশেষ অতিথি ছিলেন মাহবুব উদ্দিন বীর বিক্রম, ধর্মরক্ষণী সভার সাধারণ সম্পাদক মৃনাল কান্তি।

সভায় বক্তারা বলেন, পৃথিবীতে যখন ধর্ম, জাতি, বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তখন যুগে যুগে মহামানবের আবির্ভাব ঘটেছে। তেমনি ৫২৪৩ বছর আগে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। যার আগমনে দুষ্টদের দমন ও সাধুদের রক্ষা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভগবান শ্রী কৃষ্ণের প্রতিকৃতি নিয়ে নগরীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ২:৫৩ অপরাহ্ণ