১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৬

মেসিকে নকল করতে গিয়েই রোনালদোর সর্বনাশ!

আন্তর্জাতিক ডেস্ক:

সর্বনাশ যে কখন কোন পথে আসে কে জানতে পারে আগে থেকে! তা জানা থাকলে ক্রিস্তিয়ানো রোনালদো কি আর তার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে নকল করতে যান? ন্যু ক্যাম্পে রোববার জার্সি খুলে ওই পাগলামি করার দুই মিনিট পরই তো দুই হলুদে লাল হয়ে গেলেন রিয়াল মাদ্রিদ তারকা। এল ক্ল্যাসিকোর ম্যাচ ছাপিয়ে সিআরসেভেন উঠে এলেন আলোচনায়। যে লাল কার্ডের অপমান সইতে না পেরে রেফারিকে ধাক্কা দিয়ে এখন সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে রোনালদো!

রেফারি কেন ছাড় দেবেন? তিনি তার রিপোর্টে লিখে দিয়েছেন, ‘তাকে লাল কার্ড দেখানোর পরক্ষণেই সে আমাকে হালকা করে ধাক্কা দিয়ে দিল।’ আর স্প্যানিশ ফুটবল কানুনের ৯৬ নম্বর আর্টিকেল জানাচ্ছে, কোনো খেলোয়াড় রেফারিকে ধাক্কা বা ঝাকুনি দিলে তার জন্য ৪ থেকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা। বিষয়টি নির্ভর করে চূড়ান্ত বিচার ও বিচারকদের এবং খেলোয়াড়ের অপরাধের ধরণের ওপর।

সুপারকোপা দে এসপানার বা স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রোববার রাতে কাতালানদের মাঠে মুখোমুখি হয়ে যায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো উত্তাপ ছড়াতে থাকে। রোনালদো তখন বেঞ্চে বসে খেলা দেখছেন। মাঠে নামার সুযোগ হলো ৫৮ মিনিটে। ম্যাচ তখন ১-১ এ সমতায়।

প্রতিপক্ষের মাঠে এমন আগুন ঝরা ম্যাচে কিছু না করলে চলে? ৮০ মিনিটে পিকেকে সামলে যে শটে রোনালদো গোল করলেন তা ঠেকানোর উপায় থাকেনি গোলরক্ষক তের স্তেগানের। লিড ২-১ এর। আর ওই গোলের পরই কি হবে না হবে ভেবে মেসির ওপর শোধ তুলে নিতে ছুটলেন রোনালদো। গত এপ্রিলে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে লিগ এল ক্ল্যাসিকো ম্যাচে দলকে জেতানো গোলের পর মেসি কি করেছিলেন তা অনেকের মনে আছে। জার্সিটা খুলে গ্যালারির সামনে গিয়ে দুই হাতে মেলে ধরেছিলেন। রোনালদো ভাবলেন এই সুযোগ। তিনিও গোল করে উৎসবের জন্য মেসির নকল করতে ছুটে গেলেন বার্সা সমর্থকদের দিকে। শরীরও দেখিয়ে দিলেন বডিবিল্ডারের মতো। জার্সি খোলার অপরাধে হলুদ কার্ড দেখলেন।
রোনালদো জানতেন এই কাজের শাস্তি হলুদ কার্ড। কিন্তু জানতেন না আর দু মিনিট পরই সামনে কি অপেক্ষায়। ৮২ মিনিটে বার্সার বক্সে উমতিতির সাথে ধাক্কায় রোনালদো লুটান মাটিতে। আবেদন পেনাল্টির। রেফারি তা না মেনে রোনালদোকেই অপরাধী ঠাউরে নেন। ডাইভ দিয়ে পেনাল্টি আদায়ের অভিনয় শিল্পের অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড উঠে আসে। রোনালদো বিস্ময়ে বাকহারা।

এই পর্যন্ত তাও ঠিক ছিল। কিন্তু চিল্লাচিল্লি করে মাঠ ছাড়ার সময় আবার ফিরে এসে কি মনে করে একটা পাগলামি করে ফেলেন চারবারের বিশ্বসেরা ফুটবলার। রেফারিকে ডান হাতে হালকা করে ধাক্কা দিলেন। বডি কন্টাক্টের এই কাজই রোনালদোর লাল কার্ড ছাপিয়ে আরো বড় হয়ে উঠলো। রিয়ালের সেরা ও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদোকে এখন তাই শাস্তির প্রহর গুনতে হচ্ছে। এমনটা হবে জানলে তিনি কার আর ওভাবে গোলের পর মেসিকে নকল করতে যেতেন! ওভাবে নকল না করলে তো পরের হলুদ কার্ডটা লাল হয়ে এভাবে রোনালদোকে সর্বনাশ ডেকে আনে না!

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ২:৫৭ অপরাহ্ণ