আন্তর্জাতিক ডেস্ক:
টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল। বন্যার পানিতে তলিয়ে গেছে দেশটির বিরাটনগর বিমানবন্দরে রানওয়ে। দুই ফুট পানির নিচে বিমানবন্দরে রানওয়ে চলে যাওয়ায় বন্ধ রয়েছে ফ্লাইট ওঠানা।
শুধু কি তাই? সংবাদমাধ্যম বলছে, এ পর্যন্ত সরকারি হিসেবে নেপালে বন্যায় ৪৯ জনের লাশ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ কমপক্ষে ৩৬ জন। আহত আরো ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।
রোববারও ভারী বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। ৯টি জেলা প্লাবিত।
বন্যাদুর্গতদের উদ্ধারকাজ চালানো রেড ক্রসের অনুমান, কমপক্ষে ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু জায়গায় খুঁটি ভেঙে গিয়ে বিদ্যুৎ এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন।
পাঠলৈয়া–নিজগড়ের কাছে পূর্ব–পশ্চিম জাতীয় সড়কের উপর দুধৌরা সেতু ভেঙে, রাস্তা ধসে গিয়ে সড়ক যোগাযোগ স্তব্ধ। বহু জায়গায় রেললাইন পানির তলায়।
সেই সাথে বিরাটনগর বিমানবন্দরে রানওয়ে দু’ফুট পানির তলায় চলে যাওয়ায় বন্ধ ফ্লাইটও। ডুবে গেছে প্রায় ৩৬ হাজার বাড়ি। ভেঙে পড়েছে এক হাজার বাড়ি।
এছাড়াও, প্রায় ৪০০টি গবাদি পশু মারা গেছে। দুর্গতদের উদ্ধারে স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীকে যাবতীয় সাহায্য করতে নেপাল মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা।
দৈনিক দেশজনতা /এমএইচ