১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

ধর্ষণে ব্যর্থ হয়ে তরুণীকে চারতলা থেকে ফেলে হত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লির রোহিনীর বেগমপুরে গত শুক্রবার রাতের ধর্ষণে ব্যর্থ হয়ে এক তরুণীকে চারতলা থেকে ফেলে হ্ত্যার চেষ্টা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। পরে পুলিশ ওই তরুণীর এক ছেলে বন্ধুকে আটক করেছে। এনডিটিভির খবরে এ তথ্য পাওয়া গেছে।

পুলিশ ধারণা করছে, ধর্ষণে বাধা দেওয়ায় ভবনের চারতলা থেকে ২০ বছর বয়সী ওই নারীকে অর্ধনগ্ন অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, ওই তরুণী তার এক বন্ধু, ছেলে বন্ধু ও ২২ বছর বয়সী সন্দেহভাজন আটক যুবকের সঙ্গে বেরিয়েছিলেন। পথে ওই যুবক নিজ বাড়ি থেকে গাড়ি নিয়ে তাকে (তরুণী) পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

এদিকে ওই নারীর ছেলে বন্ধু ও অপর বন্ধু রামবিহার এলাকা থেকে অটোরিকশায় গন্তব্যে যাচ্ছিলেন। পথে তারা দেখতে পান, লোকজন একদিকে দৌঁড়াচ্ছে। কাছে গিয়ে তারা জানতে পারেন চারতলা থেকে তাদেরই বন্ধুকে ফেলে দিয়ে ওই যুবক পালাচ্ছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগীর পরিবারের দাবি, দু’জন তরুণীকে ধর্ষণচেষ্টায় যুক্ত ছিল। কিন্তু পুলিশ এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ১:৪১ অপরাহ্ণ