১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

ফতুল্লা স্টেডিয়াম অস্ট্রেলিয়ার মিডিয়ায়

স্পোর্টস ডেস্ক:

এখন এক বিতর্কের নাম ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। ২২ ও ২৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা ওখানে। আর মাত্র কদিন বাকি। কিন্তু উন্নতি নেই জলে ঢাকা ফতুল্লা স্টেডিয়ামের। সাম্প্রতিক বৃষ্টিতে অবস্থার আরো অবনতি হয়েছে। এই অবস্থায় এই মাঠের খবর অস্ট্রেলিয়ার মিডিয়ায়ও উঠে এসেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র মিডিয়ায় জানিয়েছেন ফতুল্লার বিকল্প ভেন্যুর কথা তাদেরও মাথায় আছে।

পানি ফতুল্লার মাঠে ঢোকার পথে। পানি মাঠের ভেতরে বাইরে সব জায়গায়। জলাবদ্ধতার সাথে নোংরা পানির মিশেল। এটি জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানার মাঠ। ওখানে ম্যাচ আয়োজন সম্ভব কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো নিশ্চিত নয়। কিন্তু ভাবেসাবে বোঝা যাচ্ছে ওখানে সম্ভবত সম্ভব নয় অস্ট্রেলিয়ার ম্যাচটি আয়োজন করা। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে তাদের বোর্ডের মুখপাত্র সোমবার জানালেন, ‘আমরা ওয়াকিবহাল ফতুল্লার অবস্থা সম্পর্কে। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা চলছে। ট্যুর ম্যাচটার জন্য তা প্রয়োজন পড়তে পারে।’

তার মানে অস্ট্রেলিয়া বোর্ডের এখন ফতুল্লার বিকল্প ভেন্যুতে খেলার মানসিকতা প্রকাশ পাচ্ছে। যদিও প্রথমে এড়িয়ে গেছে তাদের সামনে দেওয়া বিকল্প ভেন্যু বিকেএসপির কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জানিয়েছিল বিকেএসপি যেতে ঢাকা থেকে যেহেতু ৯০ মিনিটের মতো সময় লাগে তাই অস্ট্রেলিয়া ওখানে খেলতে চায় না। সমস্যা দুরত্বটাই। ঢাকা থেকে সিলেটের দুরত্ব ২৫০ কিলোমিটার। ফতুল্লা ২৬ কিলোমিটারের মতো। বিকেএসপির এর মাঝের দুরত্বটা। বিসিবি জানাচ্ছে, এই সপ্তাহে তারা অস্ট্রেলিয়ার সাথে বিকল্প ভেন্যু নিয়ে আবার কথা বলবে। বিকিএসপিতে যেতে সময় কিভাবে কম লাগতে পারে সেটাও আলোচনায় থাকবে।

এখন ডারউইনে বাংলাদেশ সফরে প্রাক প্রস্তুতি নিচ্ছে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া দল। এখান থেকে ১৮ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে। ২৭ আগস্ট ঢাকার মিরপুরে শুরু দুই টেস্ট সিরিজের প্রথমটি। এরপর শেষ ম্যাচটি ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে ।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ১:৩৫ অপরাহ্ণ