১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

চাঁদপুরে জনস্রোত ‘নেতা’ শাকিবকে দেখতে

বিনোদন ডেস্ক:

শাকিব খানের নতুন সিনেমা ‘আমি নেতা হবো’র ‍দৃশ্যায়ন দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। চাঁদপুরে রয়েছে বর্তমানে ইউনিট। সিনেমাটি পরিচালনা করছেন উত্তম আকাশ। ‘আমি নেতা হবো’তে শাকিবের বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম ও সুপ্তি শেখ। এছাড়া  ওমর সানী ও মৌসুমী আছেন।

সম্প্রতি চাঁদপুরে ‘আমি নেতা হবো’ ইউনিট পৌঁছে। চারদিকে শাকিবের আগমনের খবর দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। মুহূর্তে শুটিং স্পট জনসমুদ্রে পরিণত হয়। নির্মাতাকে দৃশ্যায়নে বেশ বেগ পড়তে হয়। পরিচালক জানালেন, এরপর ‘আমি নেতা হবো’র শুটিং হবে কক্সবাজার ও সিঙ্গাপুরে। সপ্তাহ দুয়েক আগে ওমর সানী ও মৌসুমীর গানের চিত্রায়নের মধ্য দিয়েই শুরু হয় ‘আমি নেতা হবো’র শুটিং। দুইদিন পর ইউনিটে শাকিব যোগ দেন।

সেলিম খান প্রযোজিত ‘আমি নেতা হবো’র ব্যানার শাপলা মিডিয়া। একই প্রতিষ্ঠান ও পরিচালকের বেশ কয়েকটি ছবিতে শাকিব খান সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে আরো আছে ‘মামলা হামলা ঝামেলা’, ‘চিটাগাইঙ্গা পোলা নোয়াখাইল্যা মাইয়া’ ও ‘কেউ কথা রাখে না’। এছাড়া তিনি কাজী হায়াতের পরিচালনায় ‘আমার স্বপ্ন আমার দেশ’ ছবিতেও অভিনয় করবেন। প্রযোজকও একই।

দৈনিকদেশজনতা/ আই সি 

 

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ১:২২ অপরাহ্ণ