১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৭

১৫ আগষ্ট সুপ্রিম কোর্টের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষ্যে দেশব্যাপী সরকারি ছুটি থাকলেও সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

গত ৬ আগষ্ট হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক কর্তৃক স্বাক্ষরিত এক নোটিশে ওই দিন ছুটি বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে আগামী ১৫ আগষ্ট সুপ্রিম কোর্টের বিচারপতিগণ সহ সকলকেই সেদিন উপস্থিত থাকতে হবে।

নোটিশে বলা হয়, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট বিভাগ) বিচারপতি, আইনজীবী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আগামী ১৫ আগষ্ট মঙ্গলবার দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ওইদিন সকালে রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন। তাই সুপ্রিম কোর্টের কর্মরত সকলকেই সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ১:২১ অপরাহ্ণ