নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার দুপুর ১টার দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন । সম্প্রতি সুপ্রিমকোর্টে ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাপ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত শনিবার রাতে ওবায়দুল কাদের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসায় যান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখানে নৈশভোজেও অংশ নেন। এর পর রোববার বিকেলে গুলিস্থানে এক অলোচনা সভায় অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধান বিচারপতির সঙ্গে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আলোচনা হয়েছে, আরও আলোচনা হবে। তবে তিনি কী আলোচনা হয়েছে, তা এখনই প্রকাশ করতে চাননি। যদিও ওই আলোচনা সভায় তিনি এও বলেছেন যে, ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণের বিষয়ে তিনি দলীয় বক্তব্য প্রধান বিচারপতির কাছে তুলে ধরেছেন।
দৈনিকদেশজনতা/ আই সি