নিজস্ব প্রতিবেদক:
মৌসুমি বায়ুর প্রভাবে টানা কয়েক দিন ধরে সারা দেশে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আশা করছে মঙ্গলবারের পর পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের প্রায় সব জায়গাতে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে জানায়, দেশের প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কার কথা।
দৈনিকদেশজনতা/ আই সি