১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

গাংনীতে ধর্ষণ এনজিও ম্যানেজার গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে নারী গ্রাহককে ধর্ষণের অভিযোগে পুলিশ বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এর গাংনী এরিয়া অফিস-২ এর ব্যবস্থাপক (ম্যানেজার) জাকির হোসেনকে গ্রেফতার করেছে। গাংনী থানা পুলিশ সোমবার ভোরে অভিযান চালিয়ে গাংনী সিনেমা হল রোডের ভাড়া বাসা থেকে জাকির হোসেনকে গ্রেফতার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গাংনী উপজেলার কড়ইগাছি বামুন্দী গ্রামের এক নারীর দায়ের করা ধর্ষণ মামলায় জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, আরআরএফ গাংনী এরিয়া অফিস-২ এর কড়ইগাছি বামুন্দী গ্রামের সদস্য ওই নারী। তিনি  ১৬ হাজার টাকা ঋণ নিয়েছেন এ সংস্থা থেকে। দারিদ্র্যতার কারণে কয়েকটি কিস্তি দিতে না পারায় রোববার বিকেলে তাকে অফিসে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন।

এদিকে মামলার বাদী বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গাংনী আরআরএফ এরিয়া অফিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের অফিসে তালাবদ্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ১:০৪ অপরাহ্ণ