মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে নারী গ্রাহককে ধর্ষণের অভিযোগে পুলিশ বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এর গাংনী এরিয়া অফিস-২ এর ব্যবস্থাপক (ম্যানেজার) জাকির হোসেনকে গ্রেফতার করেছে। গাংনী থানা পুলিশ সোমবার ভোরে অভিযান চালিয়ে গাংনী সিনেমা হল রোডের ভাড়া বাসা থেকে জাকির হোসেনকে গ্রেফতার করে।
এদিকে মামলার বাদী বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গাংনী আরআরএফ এরিয়া অফিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের অফিসে তালাবদ্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

