২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২২

ম্যাক্সওয়েল টেস্টেও সাফল্য চান

স্পোর্টস ডেস্ক:

ব্যাটিংয়ে যান কলার উঁচিয়ে। যাই হোক পরিস্থিতি। রান বাড়িয়ে দেন ধুমধাম পিটিয়ে। ছক্কা পেটাতে গিয়ে কখনো পেতে হয় অক্কাও। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিংয়ের যা ধরন তাতে মাননসই ওয়ানডে আর টি-টুয়েন্টি । কিন্তু টেস্ট? খবর হলো এই হার্ড হিটার সম্প্রতি টেস্টেও ভালো করছেন।  প্রথম সেঞ্চুরিপেয়েছেন ভারত সফরে। বাংলাদেশে আরও বড় কিছু করতে চান।

ম্যাক্সওয়েলের বেলায় একদম জুতসই ‘যে রাঁধতে জানে সে চুলও বাঁধতে জানে’ বাংলা এই প্রবাদটি। ক্রিকেট বলটাকে ইচ্ছামতন পেটাতে পারেন, সে তো জানা কথাই। পরিস্থিতি দাবি করলে ধরেও খেলতে জানেন। ভারত সফরের রাঁচি টেস্ট তার নমুনা দেখা গেছে। ম্যাক্সওয়েল করেছিলেন ১০৪ রান। তাতে ১৮৫টি বল খেলেছেন । স্ট্রাইকরেট টেনেটুনে ৫০ ছাড়িয়েছিলো। যখন নেমেছিলেন দল তখন চাপে। সেই চাপ সরিয়েছেন দৃঢ়তায়। এতো ধৈর্য কি করে পেলেন , ‘ গত কমাসে প্রচুর পরিশ্রম করছি। উইকেটে থেকে যতক্ষণ পারা যায় খেলার কসরত আয়ত্ত করছি। যে পরিস্থিতিই আসুক, তার দাবি আমাকে মেটাতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি দারুণ গর্বিত টেস্ট দলে ফেরায়। ওই ইনিংস আমাকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে।’ ম্যাক্সওয়েলের নতুন করে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে টেস্টেও ভালো খেলার প্রতিজ্ঞা ।

টেস্ট একাদশে তাঁর ছয় নম্বর ব্যাটিং পজিশন। বিখ্যাত অনেক তারকা ব্যাগি গ্রিন ক্যাপে এই পজিশনে খেলেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য অ্যাডাম গিলক্রিস্ট। তখনকার সর্বজয়ী অস্ট্রেলিয়া দলের ছয় নম্বরে নেমে টেস্টেও গিলক্রিস্ট ওয়ানডের মেজাজে খেলতেন। রানের চাকা বাড়িতে নিতেন তরতর করে। দলের বিপর্যয়ে ম্যাক্সওয়েলকে ধরে খেলতে হলেও, কখনোবা দ্রুত রান তোলার দরকারও পড়তে পারে। অস্ট্রেলিয়ার নির্বাচকরা তাই ভেবেই হয়তো তাঁকে এই জায়গায় বেছে নিয়েছেন। ম্যাক্সওয়েলও সুযোগটা হেলায় না হারিয়ে  পেতে চান সাফল্য। তাঁর এ পর্যন্ত ৫ টেস্ট খেলে ২৩.৯০ গড়ে ২৩৯ রান। একটি সেঞ্চুরি। বল হাতেও সাফল্য আছে। অফ স্পিন করে সাদাপোশাকে সাত উইকেট নিয়েছেন। ১৮ আগস্ট স্টিভেন স্মিথের দল দুই টেস্ট খেলতে ঢাকায় আসবে। সরফকারীদের ২৭ আগস্ট মিরপুরে প্রথম টেস্টের আগে ২২ আগস্ট থেকে দুদিনের একটি অনুশীলন ম্যাচ রয়েছে। চট্টগ্রামে ৪ সেপ্টেম্বর থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ১২:৪৬ অপরাহ্ণ