স্পোর্টস ডেস্ক:
গত মাসে ক্যারিবিয়ান সফরে গিয়েছিল যে দল সেটিতে সাতটি পরিবর্তন! কাটা পড়লেন অভিজ্ঞ যুবরাজ সিং যাকে নিয়ে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির সময় কতো মনোমুগ্ধকর কথা বলেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যুবি বাদ পড়লেও রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার মিলেছে বিশ্রাম। কোহলি আসন্ন ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন ১৫ সদস্যের একটি তরুণ দল নিয়েই ।
ভারত নির্বাচকরা দেখলেন শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে ভারতের দাপট। বড় দুর্বল প্রতিপক্ষ। সেই কারণেই কি না ৫ ওয়ানডের সিরিজ এ ১ টি-টুয়েন্টিতে একটা তরুণ দলকে খতিয়ে দেখার কথা ভাবলেন। পেসার মোহাম্মদ শামি টেস্টে কাজের ধকল নিয়েছেন খুব। তাই বিশ্রামে তিনিও। তবে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের জায়গাটা ধরে রেখেছেন। ৩৫ বছরের যুবরাজের আসলে ওয়েস্ট ইন্ডিজে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ফর্ম ভালো যায়নি। রান করেছেন মাত্র ৫৭। তাই নির্বাচকদের আস্থা হারালেন ৩০৪ ওয়ানডে খেলা বাঁহাতি ব্যাটসম্যান। সম্প্রতি দলে ফিরেছেন ভারত এ দলকে নেতৃত্ব দেওয়া ব্যাটসম্যান মনিশ পান্ডে। ইনজুরির কারণে বাইরে থাকা ওপেনার লোকেশ রাহুলও ফিরেছেন। দলে রাখা হয়েছে অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চাহালকে। পেস আক্রমণে জসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারের সাথে থাকছেন অনভিষিক্ত শার্দুল ঠাকুর। ২০ আগস্ট শ্রীলঙ্কার সাথে ভারতের প্রথম ওয়ানডে।
ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, মনিশ পান্ডে, আজিঙ্কা রাহানে, কেদার যাদব, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর।
দৈনিকদেশজনতা/ আই সি