নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাট সদর উপজেলায় কলা গাছের ভেলা ডুবে দুই পরিবারের শিশু-নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। উপজেলার কুলাঘাট ইউনিয়নে পূর্ব-বড়ুয়া গ্রামে ধরলা নদীর স্রোতে রবিবার বিকালে ভেলা ডুবে তারা নিখোঁজ হয়। রবিবার রাতে ও আজ সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় জানান, কুলাঘাট ইউনিয়নের পূর্ব বড়ুয়া গ্রামে ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহ ধরে বন্যা দেখা দিয়েছে। ফলে অনেকেই বসত বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। রবিবার বিকালে ওই এলাকার আবু হানিফ আলিফ তার ছেলে শিশু নাদিম বাবু, একই এলাকার মোজাম উদ্দিন ও তার স্ত্রী আছমা বেগম মিলে কলার ভেলায় করে নিরাপদ স্থানে যাচ্ছিলেন। এসময় ধরলা নদীতে স্রোতে কলার ভেলা পানিতে ডুবে গেলে চারজনই নিখোঁজ হয়। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে রাতে শিশু নাদিম ও সোমবার ভোরে বাকিদের লাশ উদ্ধার করে।
দৈনিক দেশজনতা /এমএইচ