নাটোর প্রতিনিধি:
র্যাব-৫ নাটোরের কান্দিভিটুয়া থেকে হত্যাসহ ৭ মামলার পলাতক আসামি হাতকাটা রাসেলকে গ্রেফতার করেছে। রোববার রাতে শহরের শংকর গোবিন্দ স্টেডিয়ামের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল শহরের কান্দিভিটা এলাকার মানিকের ছেলে।
র্যাব-৫ এর সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার এএসপি শেখ মো. আনোয়ার হোসেন জানান, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের শংকর গোবিন্দ স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে হাতকাটা রাসেল সেখানে অবস্থান করছিলেন। তার গতিবিধি সন্দেহ হলে পরিচয় জানতে চাইলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয় দেন। তিনি আরো জানান, র্যাব রাতে রাসেলের দেওয়া তথ্যমতে শহরের কান্দিভিটা এলাকায় তার ভাড়া বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার ঘরের চৌকির উপরে বালিশের নিচে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, একটি মোবাইল এবং একটি সিমকার্ড। গ্রেফতার হাতকাটা রাসেলের বিরুদ্ধে নাটোর সদর থানায় অস্ত্র, চাঁদাবাজি ও হত্যাসহ মোট ৭টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন। র্যাবের এ কর্মকর্তা জানান সোমবার গ্রেফতার রাসেলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হবে।
দৈনিকদেশজনতা/ আই সি