১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৫

শাহরুখ আদিবাসী দোপাট্টায়

বিনোদন ডেস্ক:

বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি শাহরুখ-আনুশকার ‘জব হ্যারি মেট সেজাল’। কিন্তু এই ছবিতে একটি মাত্র দৃশ্যে শাহরুখের ব্যবহার করা একটি ‘দোপাট্টা’কে ঘিরে ভারতের পশ্চিম সিংভূমের প্রত্যন্ত কুইয়ানি গ্রামের কয়েকজন আদিবাসী মেয়েরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন।

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ছবিতে দেখা যাচ্ছে, শাহরুখ খান পর্তুগালের একটি ট্রামের যাত্রী। মাথায় বাঁধা একটি দোপাট্টা। ওই দোপাট্টাটি কুইয়ানি গ্রামের আদিবাসী মেয়েদের হাতে তৈরি। আসলে কুইয়ানি গ্রামের এই দোপাট্টাটি শাহরুখের হাতে পৌঁছেছিল ছবির পরিচালক ইমতিয়াজ আলির মা, রাজিয়া আলির হাত ধরে। রাজিয়া দেবী জানান, তিনি পর্তুগালে ছিলেন ইমতিয়াজের ছবির শুটিংয়ের সময় । তার সঙ্গে ছিল কুইয়ানির একটি দোপাট্টা। শুটিং চলাকালীন শাহরুখের একটি দোপাট্টার প্রয়োজন হয়। ইমতিয়াজ মায়ের কাছে থাকা শাহরুখকে দোপাট্টাটি দেখান। শাহরুখের পছন্দ হয়ে যায়। বাঁধেন মাথায়। হয়তো পুরোটাই কাকতালীয়! কিন্তু এই ঘটনাই কুইয়ানি গ্রামের আদিবাসী মেয়েদের ভাগ্য খুলে দিয়েছে। ছবি মুক্তি পাবার পরে শাহরুখকে ওই দোপাট্টা মাথায় জড়িয়ে অভিনয় করতে দেখে উচ্ছাসে ফেটে পড়েছেন সেখানকার লক্ষ্মী, গুরুমনি, অলকারা নামের মেয়েরা। লক্ষ্মী হাঁসদা বলেন, ‘আমরা আরও ভাল দোপাট্টা তৈরির স্বপ্ন দেখছি ।’

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ১২:১১ অপরাহ্ণ