১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

রাখাইনে ফের সেনা মোতায়েন, আতঙ্কে রোহিঙ্গারা

নিজস্ব প্রতিবেদক:

মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে আবারও সেনা মোতায়েন করেছে মিয়ানমার। এতে করে রোহিঙ্গা মুসলিমদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। মিয়ানমারের কর্মকর্তাদের বরাতে রোববার এ খবর দিয়েছে বিবিসি বাংলা। এতে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে সীমান্তের কাছে কয়েকটি শহরে নতুন করে সেনা মোতায়েন করেছে মিয়ানমার। দেশটির সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি ধারাবাহিক হত্যার ঘটনার পর রাখাইন প্রদেশে নতুন করে কয়েকশ’ সেনা পাঠানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে রাখাইনে অবস্থানরত কয়েকজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে মংডু এলাকায় সাতজন বৌদ্ধ ধর্মাবলম্বীকে গলাকেটে হত্যা করা হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে সীমান্তের কাছে মংডু ও বুথিডংসহ কয়েকটি শহরে নতুন করে ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে।

এতে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় আবারও সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। নতুন করে সেনা মোতায়েনেসর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলছে, সরকারের উচিত নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ পরিমিত রাখা।

গতবছরের অক্টোবরে একটি পুলিশ চৌকিতে হামলার ঘটনার পর রাখাইনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সেনাবাহিনীর হত্যা, নির্যাতন, ধর্ষণের মুখে হাজার হাজার মুসলিম রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৭ ১:৫৫ অপরাহ্ণ