১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৪

বিচারপতি খায়রুল হককে ক্ষমা চাইতে নোটিশ

নিজস্ব প্রতিবেদক:

সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তার বক্তব্য সম্পর্কে ক্ষমা চাইতে নোটিশ দেওয়া হয়েছে। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ওই বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। রোববার সুপ্রিমকোর্টের আইনজীবী বিএম সুলতান মাহমুদ রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান। পরে তিনি জানান, গত ৯ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোনীর রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যান খায়রুল হক যে বক্তব্য দিয়েছেন, তা তিনি বলতে পারেন না। সুলতান মাহমুদ বলেন, ‘সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পদে বসে তিনি প্রধান বিচারপতিকে প্রধান শিক্ষক আর অন্য বিচারপতিদের ছাত্র বলেছেন। এসব কথাও তার মুখে শোভা পায় না। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার চেয়ে জনগণের কাছে ক্ষমা চাইতে নোটিশ পাঠানো হয়েছে।’ আইনজীবী সুলতান মাহমুদ জানান খায়রুল হক নিজের বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৭ ১:৫০ অপরাহ্ণ