১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৬

হিমাচলে ৫০ জন নিহতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক:

ভারতের হিমাচল প্রদেশে পথ ধসে দু’টি যাত্রী বোঝাই বাস খাদে পড়ে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মাণ্ডির কোটরূপী এলাকায় শনিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। প্রতিবেদনে বলা হয়, টানা বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে গভীর রাতে যাত্রী বোঝাই দুটি বাস খাদে পড়ে যায়।

উদ্ধারকারীরা এখনও পর্যন্ত ৬ জনের মরদেহের সন্ধান পেয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন ৫০ জন। হিমাচল প্রদেশের পরিবহণমন্ত্রী জি এস বালি জানান, ‘রাত ২টা থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে।’ জেলা প্রশাসন এবং এনডিআরএফ (National Disaster Response Force) উদ্ধারকাজে রয়েছেন বলেও জানান তিনি।

বাস দু’টির একটি মানালি থেকে ছাম্বা যাচ্ছিল। অপরটি মানালি থেকে কাটরায় যাওয়ার কথা ছিল। কিন্তু প্রবল বর্ষণে পথে ধস নামলে বাস দুটি খাদে পড়ে যায়। ধসের কারণে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও বন্ধ রয়েছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৭ ১:৫৮ অপরাহ্ণ