২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০৯

পাকিস্তান সেনাবাহিনীর ট্যাংকে হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের কোয়েটা শহরে সেনাবাহিনীর একটি ট্রাক লক্ষ্য করে আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে সাধারণ মানুষ রয়েছে সাতজন ।
এছাড়াও পাকিস্তান সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তারাও রয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে, জঙ্গিরা কড়া নিরাপত্তায় ঘেরা কোয়েটার ব্যস্ত পিশিন স্টপে শনিবার রাতে সামরিক ট্রাক লক্ষ্য আত্মঘাতী হামলা চালায়। মুহূর্তে আশপাশের কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। পাকিস্তান আইএসপিআরের দাবি, জঙ্গিরা নিজেদের শরীরে বোমা বেঁধে পাকিস্তান সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে নিজেদের উড়িয়ে দেয়। যদিও এই ঘটনার পিছনে কোন জঙ্গি সংগঠন আছে তা কেউ জানায়নি।

বেলুচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, জঙ্গিরা সামরিক বাহিনীর ট্রাক লক্ষ্য করে বোমা হামলা চালায়। তবে তার দাবি, এই হামলা আত্মঘাতী নাকি রিমোট কন্ট্রোলের সাহায্যে চালানো হয়েছে তা এখনও জানা যায়নি। এই ঘটনায় আহতদেরকে কোয়েটা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, ঘটনার পরেই গোটা পাকিস্তানের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার পাকিস্তানের স্বাধীনতা দিবস। তার আগে এই ঘটনায় নিঃসন্দেহে দেশের সামরিক কর্মকর্তাদের ওপর চাপ বেড়েছে। তবে পর্যবেক্ষকদের একাংশের দাবি, পাকিস্তানের মাটিতে সেখানকার মানুষ জঙ্গিদের প্রশয় দেওয়ার ফল ভোগ করছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৭ ১১:৩৫ পূর্বাহ্ণ